হাওজা নিউজ এজেন্সি: শনিবার এক টেলিফোনালাপে আব্বাস আরাকচি এবং সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগ্নাজিও কাসিস মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।
আব্বাস আরাকচি ইসরায়েলি ও মার্কিন সামরিক আগ্রাসনকে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেন।
তিনি বলেন, “বিশ্বের সকল দেশকে আগ্রাসনের বিরুদ্ধে সুস্পষ্ট ও দৃঢ় অবস্থান নিতে হবে এবং আইনভঙ্গকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, কিছু ইউরোপীয় দেশের পক্ষপাতমূলক অবস্থান এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার প্রচেষ্টা উদ্বেগজনক। এ ধরনের আচরণ আন্তর্জাতিক নৈতিকতা ও আইনের বিপরীত, যা আইনের প্রতি অবজ্ঞাকে উৎসাহিত করে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে।
সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগ্নাজিও কাসিস বলেন, তার দেশ কূটনৈতিক সমাধানে বিশ্বাসী এবং সংলাপ ও মধ্যস্থতায় প্রস্তুত রয়েছে।
তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর চালানো সামরিক হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে মন্তব্য করেন এবং পরিস্থিতির আরও অবনতি রোধে যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
আপনার কমেন্ট